২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঈশ্বরদীর তিন ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ৩জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বিকাল ৫টায় ঈশ্বরদী নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মুলাডুলি ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেক মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদে বকুল সরদার, পাকশী ইউনিয়ন পরিষদে সাইফুজ্জামান পিন্টুর কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নিদিষ্ট সময়ে তাদের বিজয়ী করা হবে।
জানা যায়, গত ২ নভেম্বর ঈশ্বরদীর ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে পাকশী ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিন্টু ছাড়া অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। মুলাডুলি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহমান ফান্টু মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল খালেক মালিথার আর কোন প্রতিদ্বন্দ্বি নেই, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী মনোনয়ন প্রত্যাশী বাদশা মালিথা মনোনয়ন প্রত্যাহার করে নিলে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন।
বিজ্ঞাপন