ঈশ্বরদীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষঃ ১০ জন আহত » Itihas24.com
ঈশ্বরদী২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষঃ ১০ জন আহত

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে  আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনিস উর রহমান শরীফ ও বিদ্রোহী প্রার্থী আনিসুল হক মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে চেয়ার- টেবিল ।  আহতদের নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় লক্ষ্মীকুন্ডার নবীনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘লক্ষীকুন্ডায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আনিসুল হক মোল্লা বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালে বর্তমান চেয়ারম্যান আনিস উর রহমান শরীফের সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী- সমর্থক আহত হয়েছেন।’

এ ব্যাপারে জানতে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আনিস উর রহমান শরীফের সঙ্গে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads