ঈশ্বরদীর ৭ ইউপি নির্বাচনে তিনটিতে ইতিপূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে স্থানীয়ভাবে প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী জানা যায়, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সলিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ বাবলু মালিথা, সাঁড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমদাদুল হক রানা সরদার, লক্ষীকুন্ডা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিস উর রহমান শরীফ ও সাহাপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এমলাক হোসেন বাবু বিজয়ী হয়েছে।
ইতিপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন মুলাডুলি ইউপিতে আব্দুল খালেক মালিথা, পাকশী ইউপিতে সাইফুজ্জামান পিন্টু ও দাশুড়িয়া ইউপিতে বকুল সরদার।
(বিস্তারিত আসছে———)।