সদ্য নিয়োগ পাওয়া এক সেনাবাহিনীর সদস্য পুকুরে সাঁতার শিখতে গিয়ে ডুবে মারা গেছেন। নিহত সেনা সদস্যের নাম রাসিব হাসান ইমন (২০)। সে সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী (সাকড়েগাড়ি) এলাকার সিরাজুল ইসলামের ছেলে। ইমন ঈশ্বরদী সরকারি কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
মঙ্গলবার (৩০ নভেম্বর) চরমিরকামারী মাথালপাড়া কাজিপাড়ার একটি পুকুরে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইমনস কিছুদিন পূর্বে সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ পেয়েছেন। নিয়োগের পর থেকেই পুকুরে সাঁতার শিখতো। মঙ্গলবার দুপুরে সাঁতার শেখার সময় সে পুকুরে ডুবে নিখোঁজ হয়। স্থানীয় এলাকাবাসী পুকুরে খোঁজাখুাঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে পুকুরে তিন ঘন্টা অভিযান চালিয়ে সাড়ে ৫ টায় ইমনের মরদেহ উদ্ধার করে।