কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করে দুই প্রার্থীর একজন ২ ভোট এবং একজন ৪ ভোট পেয়েছেন। এনিয়ে এলাকায় হাস্য রসের সৃষ্টি হয়েছে বলে রির্টানিং অফিসার সমীর কুমার সেন নিশ্চিত করেছেন।
নির্বাচন কর্মকর্তারা জানান, এই ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৪২৯। ভোট কাষ্ট হয়েছে ১৪ হাজার ২ শ ৬৪ টি। এর মধ্য জাতীয় পার্টির প্রার্থী জহুরুল ইসলাম লাঙ্গল প্রতীকে মাত্র দুই ভোট পেয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি শুধুমাত্র নিজের আর স্ত্রীর ভোটই পেতে সক্ষম হয়েছেন।
একই ইউনিয়নের আরেকজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন মাত্র ৪ ভোট। এলাকাবাসীরা বলছেন, তিনি সম্ভবত নিজের পরিবারের সদস্যদের বাইরে আর কারো ভোটই পান নি। গত রবিবার অনুষ্ঠিত এই ইউনিয়নের ভোটে আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল মান্নান ৭৮৯৭ ভোটে বিজয়ী হন।