ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঢাকামঙ্গলবার , ৩০ নভেম্বর ২০২১

পাবনায় সিপিবি’র সাধারণ সভা অনুষ্ঠিত

আহসান হাবিব পাবনা থেকে
নভেম্বর ৩০, ২০২১ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পাবনা জেলা কমিটির উদ্যোগে ৩০ নভেম্বর সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে দ্বাদশ কংগ্রেসের দলিলের উপর প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এনামুল হক।

সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবিবের সঞ্চলনায় দ্বাদশ কংগ্রেসের দলিল পাঠ করেন ডাঃ অলোক মজুমদার, কমরেড সরণ শন্যাষ। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সিপিবি পাবনা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সন্তোষ রায় চৌধুরী, জেলা কমিটির সদস্য কমরেড পান্না বিশ্বাস, কমরেড সালফি আল ফাত্তাহ্, সাংবাদিক কমরেড অবদুল জব্বার, কমরেড আব্দুল হাই, কমরেড শাহিনুর রহমান শাহিন, কমরেড আলাউদ্দিন, কমরেড খন্দকার আশরাফ, ডাঃ জাকির হোসেন, কমরেড হিরক।

কমরেড এনামুল হক বলেন লুটপাট গণতন্ত্রহীনতা, সাপ্রদায়িক অপশক্তির তান্ডব, সামার্জ্যবাদী শোষণ লুন্ঠন এই চার শত্রæর বিরুদ্ধে লড়াই করতে দ্বী-দলীয় মেরুকরণের বাহিরে বিকল্প শক্তি গড়ে তুলতে জনগণের প্রতি আহবান জানান। ১০,১১,১২,১৩ ফেব্রুয়ারি-২০২২ সিপিবির দ্বাদশ কংগ্রেস ঢাকায় মহানগর নাট্য মঞ্চে উদ্ভোধন কাজী বসির মিলনায়তনে কাউন্সিল অধিবেশন সফল কারার জন্য কমরেডদের আহবান জানান।

error: Please Stop!!You can not copy this content becuase this site content is under protection. Thank You Itihas24 Developer Team