ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ফজলুর রহমান ফজলু শেখ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মুলাডুলি মধ্যপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় মুলাডুলি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম জানান, পাবনা-নাটোর মহাসড়কের মুলাডুলি রেলগেটের সামনে সড়ক পাড় হওয়ার সময় রশিদ গ্রুপের একটি কাভার্ডভ্যান ফজলু শেখকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও সহকারী চালক (হেলপার) আতিককে আটক করে পুলিশের সোপর্দ করেন। তবে ঘাতক চালক পালিয়ে যান।
পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন