ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক পলাতক - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীশনিবার, ১১ ডিসেম্বর ২০২১


ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক পলাতক

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১১, ২০২১ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ফজলুর রহমান ফজলু শেখ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মুলাডুলি মধ্যপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় মুলাডুলি রেলগেট এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম জানান, পাবনা-নাটোর মহাসড়কের মুলাডুলি রেলগেটের সামনে সড়ক পাড় হওয়ার সময় রশিদ গ্রুপের একটি কাভার্ডভ্যান ফজলু শেখকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও সহকারী চালক (হেলপার) আতিককে আটক করে পুলিশের সোপর্দ করেন। তবে ঘাতক চালক পালিয়ে যান।

পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।