এমপির বাড়ি গিয়ে নৌকার বিপক্ষে অবস্থানের জানান দিলেন নেতাকর্মীরা » Itihas24.com
ঈশ্বরদী২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

এমপির বাড়ি গিয়ে নৌকার বিপক্ষে অবস্থানের জানান দিলেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩, ২০২১ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হেদায়েতুল হকের বিপক্ষে অবস্থান নিয়েছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের ভাঙ্গুড়া বাজারের বাসভবনে গিয়ে বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম মধুর পক্ষে স্লোগান দিয়ে সমর্থন জানান।

সূত্র জানায়, এরপর সংসদ সদস্য দলীয় নেতাকর্মীদের নৌকার পক্ষে নির্বাচন করতে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেন। এ নিয়ে সংসদ সদস্যের সাথে ইউনিয়নের প্রবীণ নেতাকর্মীদের প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনা চলে। আলোচনায় আওয়ামী লীগ প্রার্থী হেদায়েতুল হকের বড় ভাই ও উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আজাদ খান উপস্থিত ছিলেন। তবে নেতাকর্মীরা নৌকার পক্ষে নির্বাচন করতে রাজী হননি বলে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, পার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে বর্তমান চেয়ারম্যান হেদায়েতুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক তিনবারের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মধু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদশা ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মজনুর রহমান চেষ্টা চালান। কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত না থাকলেও ভেড়ামারা উদয়ন একাডেমীর প্রধানশিক্ষক হেদায়েতুল হক নৌকা প্রতীক পান। এতে বিষয়টি তৃণমূলের নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নিতে পারেনি। এ অবস্থায় দলীয় মনোনয়নবঞ্চিত তিনজন প্রার্থী বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন। এতে তৃণমূল পর্যায়ের অধিকাংশ দলীয় নেতাকর্মী জাহাঙ্গীর আলম মধুর পক্ষ নেন।এদিকে, বিদ্রোহী প্রার্থীদের আগামী ৬ তারিখের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্নভাবে চাপ প্রয়োগ শুরু করেন। ফলে উপজেলা আওয়ামী লীগের এমন চাপ প্রয়োগের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের ভেড়ামারা বাজারে জাহাঙ্গীর আলম মধুর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা সংসদ সদস্যের বাসায় গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান জানান দেন।ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সাত্তার বলেন, হেদায়েত মাস্টার একজন প্রধানশিক্ষক। তিনি রাজনীতি করেন না। তৃণমূলের নেতাকর্মীরা তাকে নেতা হিসেবে মানেন না। তারপরও কেন তিনি নৌকা পাবেন? তাই আমরা তার পক্ষে নির্বাচন না করে এক টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত ত্যাগী আওয়ামী লীগ নেতা মধুর পক্ষে নির্বাচন করছি।ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির লিটন বলেন, জনমত জরিপে জাহাঙ্গীর আলম মধুর চেয়ে অনেক পিছিয়ে নৌকার প্রার্থী হেদায়াতুল হক। তাই তৃণমূল নেতাকর্মীর দাবির মুখে মধুর নির্বাচন করছি।ইউনিয়ন আওয়ামী লীগের সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব আলী বলেন, ইউনিয়নে নৌকার প্রার্থীর চেয়ে বিদ্রোহী প্রার্থী মধু অনেক জনপ্রিয়। তাই আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ মধুকে দল থেকে বহিষ্কারের হুমকি দিলেও তৃণমূল নেতাকর্মীরা তাকে সমর্থন দিচ্ছেন। তাই তৃণমূলের সিদ্ধান্তে আমরা বিদ্রোহী প্রার্থীর পক্ষে।ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল হাসেম বলেন, পারভাঙ্গুড়া ইউনিয়নে জাহাঙ্গীর আলম মধুর কোনো বিকল্প নেই। তাই প্রার্থী সিলেকশনে দল ভুল করলেও তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুল করতে রাজি নযন।

ইউনিয়নের ৩ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদল খান বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনভাবেই নৌকার প্রার্থীকে এই ইউনিয়নে জেতাতে পারবে না। তাই বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়েছি।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads