ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঢাকাশনিবার , ৪ ডিসেম্বর ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঈশ্বরদীতে পরমাণু বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৪, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘কমিউনিকেশন এন্ড পাবলিক আওয়ারনেস স্ট্রেটেজি ইন দি ফ্রেমওয়ার্ক অব ন্যাশনাল নিউক্লিয়ার প্রোগ্রাম’ এর আওতায় ঈশ্বরদীতে সেমিনার, কুইজ প্রতিযোগিতা, পাবলিক ওপিনিয়ন এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে ঈশ্বরদী পৌরসভায় পারমাণবিক তথ্য কেন্দ্র এবং রূপপুর পারমাণবিক প্রকল্পের পিডি ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পারমাণবিক তথ্য কে›ন্দ্রের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএনপিপি’র বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবি’র নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম। এসময় ঢাবি’র সহকারী অধ্যাপক ইকবাল হোসেন ও হোসাইন শাহদত বক্তব্য রাখেন।
আরএনপিপি’র পিডি ভবনের সেমিনারে সভাপতিত্ব করেন আরএনপিপি’র মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা ড. কবীর হোসেন। বক্তব্য রাখেন ঢাবি’র সহযোগী অধ্যাপক আফরোজা শেলী ও সহকারী অধ্যাপক জাফর দেওয়ান।

সেমিনারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থি এবং অভিভাবক অংশগ্রহন করেন।

পরে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়।

error: Please Stop!!You can not copy this content becuase this site content is under protection. Thank You Itihas24 Developer Team