ঈশ্বরদীতে বীরমুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে জনসভা » Itihas24.com
ঈশ্বরদী২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে বীরমুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে জনসভা 

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৫, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর উপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় ঈশ্বরদী পুরাতন বাসস্ট্যান্ডের মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চে  বীর মুক্তিযোদ্ধা-জনতা আয়োজিত প্রতিবাদ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা- ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান এমপি বলেন, মহান মু্ক্তিযুদ্ধকালীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে এদেশকে স্বাধীন করেছেন। দেশ স্বাধীন হয়েছিল বলেই আমি আজ এমপি হয়েছি। অনেকেই মেয়র, চেয়ারম্যান, ডিসি, এসপি, ইউএনও হয়েছেন। স্বাধীন এই বাংলাদেশে বীরমুক্তিযোদ্ধাদের উপর হামলা ও তাদের লাঞ্ছিত করা হচ্ছে। এটি মেনে নেয়া হবে না।  বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর উপর যারা হামলা চালিয়েছে তাদেরকে ফান্টুর কাছে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিশাল আন্দোলন গড়ে তোলা হবে।

বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা চান্না মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, বীরমুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আতম শহিদুজ্জামান নাসিম, বীরমুক্তিযোদ্ধা  আকরাম আলী, বীরমুক্তিযোদ্ধা  রেজাউল ইসলাম মন্টু, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা আবু তাহের বকুল, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা প্রকৌঃ শহিদুল ইসলাম, পাকশী ইউপির নবনির্বাচিত  চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,  ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি এস এম রাজা, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, সাংবাদিক তৌহিদ আক্তার পান্না, সাংবাদিক হাসানুজ্জামান, কৃষকলীগ নেতা মুরাদ আলী মালিথা প্রমূখ।

জনসভা সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঈশ্বরদী উপজেলা শাখার আহবায়ক আব্দুর রহমান মিলন।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads