ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঢাকাসোমবার , ১৩ ডিসেম্বর ২০২১

দাশুড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৩, ২০২১ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে কাভার্ডভ্যান ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৩ ডিসেম্বর)  সকাল ১১ টায় পাবনা-নাটোর মহাসড়কের দাশুড়িয়া মালিথা ফিলিং স্টেশনে সামনে  এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,  ঈশ্বরদী সরইকান্দি ফতেপুর গ্রামের মৃত: আফের সরদারের ছেলে সেলিম সরদার (৩৫)।লালপুরের তিলকপুর গ্রামের আব্দুল গরিণর ছেলে রাকিব (৩৫)

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল বাশার জানান, কাভার্ডভ্যান ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

error: Please Stop!!You can not copy this content becuase this site content is under protection. Thank You Itihas24 Developer Team