শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস।
বক্তব্য রাখেন, পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তাফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নাজমুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, ও সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা।
সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার। সভায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও সুধিজন উপস্থিত ছিলেন।