রক্তাক্ত ছেলেকে দেখে মারা গেলেন বাবা » Itihas24.com
ঈশ্বরদী১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

রক্তাক্ত ছেলেকে দেখে মারা গেলেন বাবা

বিশেষ প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পাবনার চাটমোহর উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় শাহাদত হোসেন মন্ডল (৩২) নামের একজন গুরুতর আহত হয়। পরে সন্তানের রক্তাক্ত শরীর দেখে বাবা মোক্তার হোসেন (৭৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সিদ্ধিনগর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সিদ্দিনগর পশ্চিমপাড়া মহল্লার মৃত বাছির মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, মোক্তার মন্ডলের ছেলে শাহাদত মন্ডল ও জলিল মন্ডলের ছেলে নুরুল ইসলাম (৩২) সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই। তারা দুজন একসঙ্গে পুকুর কিনে মাছের ব্যবসা করে আসছেন। ব্যবসায়িক লেনদেন নিয়ে অনেক দিন ধরেই মনোমালিন্য চলে আসছে। মঙ্গলবার এ নিয়ে দুজনের সংঘর্ষ হলে নুরুল ইসলাম বঁটি দিয়ে শাহাদত মন্ডলকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। খবর পেয়ে আহত শাহাদতের বাবা ঘটনাস্থলে গেলে ছেলের রক্তাক্ত শরীর দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা যান।
পরে আহত ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পরিবার জানায়, মোক্তার হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস-সহ নানা রোগে আক্রান্ত ছিলেন। তবে ছেলেকে মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।
চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন , তাদের চাচাতো ভাইদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটলে ছেলের রক্তাক্ত মরদেহ দেখে বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই জড়িতরা পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

তবে সংঘর্ষের ঘটনায় তারা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads