ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি ইউনুস আলী মিন্টু আর নেই। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
ইউনুস আলী মিন্টু ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ঈশ্বরদী শিল্প-বণিক সমিতির সাবেক তিনবারের সভাপতি ছিলেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী ইউনুস আলী মিন্টু ঈশ্বরদীতে বস মিন্টু ও সাহেব মিন্টু নামে বেশি পরিচিত ছিলেন।
মরহুমের জানাযা আগামীকাল শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
ইউনুস আলী মিন্টুর মৃত্যুতে ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির নির্বাহী সদস্য ও প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম আবুল বাসার, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীন গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।