ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঢাকাবুধবার , ২৯ ডিসেম্বর ২০২১

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন সেই এএসআই

বিশেষ প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমাম আলী (৩৭) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। এরপর তাকে ভর্তি করা হয়েছিল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে।
শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
সেখানে টানা দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার সকালে মৃত্যুবরণ করেন তিনি।
এএসআই ইমাম আলী রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ লাইনস শাখায় কর্মরত ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) রুহুল আমিন জানান, সোমবার (২৭ ডিসেম্বর) ইমাম আলী বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে আসছিলেন। মোটরসাইকেল নিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ওঠার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ইমাম আলী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। অবশেষে আজ তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরও বলেন, তার মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রাজপাড়া থানায় মামলা হবে।

error: Please Stop!!You can not copy this content becuase this site content is under protection. Thank You Itihas24 Developer Team