ঈশ্বরদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীবৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২


ঈশ্বরদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি।

সভায় সড়ক দুর্ঘটনা, মাস্ক পড়া নিশ্চিতে পদক্ষেপ গ্রহন এবং রূপপুর প্রকল্পে বিদেশিদের তৈরিকৃত ক্ষতিকারক মদ প্রস্তুত ও পান, কেপিআইভূক্ত প্রকল্প এলাকায় চুরির বিষয়সহ অন্যান্য বিষয়ে বিশদ আলোচনা হয়।

বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খান, সলিমপুরের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, সাঁড়ার চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, মাদকের নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছানোয়ার হোসেন, রূপপুর পারমাণবিক প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস প্রমূখ।