দেশে একদিনে করোনা সংক্রমন ১৫৮০৭ জন, মৃত্যু ১৫ - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীবৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২


দেশে একদিনে করোনা সংক্রমন ১৫৮০৭ জন, মৃত্যু ১৫

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২২ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৫ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ২৮৮ জন।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ‌্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৪২৫টি নমুনা পরীক্ষার বিপরীতে ১৫ হাজার ৮০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জন। নমুনা পরীক্ষার হিসাবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১.৯৮ শতাংশ।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সু্স্থ হয়েছেন ১ হাজার ৫২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৬০ হাজার ৬ জন।
এর আগে, বুধবার স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৭ জনের মৃত‌্যু হয়। তখন করোনায় মোট মৃত্যু দাঁড়ায় ২৮ হাজার ২৭৩ জনে। ঐ সময়ে ৪৯ হাজার ৭৩টি নমুনা পরীক্ষার বিপরীতে ১৫ হাজার ৫২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তখন পর্যন্ত করোনায় আক্রান্ত হন ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন। নমুনা পরীক্ষার হিসাবে তখন শনাক্তের হার ছিল ৩১.৬৪ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।