রাজশাহীতে আজ থেকে সন্ধ্যার পর বন্ধ থাকবে ব্যবসা-প্রতিষ্ঠান » Itihas24.com
ঈশ্বরদী১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে আজ থেকে সন্ধ্যার পর বন্ধ থাকবে ব্যবসা-প্রতিষ্ঠান

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ২৯, ২০২২ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার রাজশাহীতে সন্ধ্যার পর জনসমাগম রোধে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও কমিউনিটি সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার (২৯ জানুয়ারি) থেকে তা কার্যকর হবে।
গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে মাইকিং করে সবাইকে বিষয়টি জানানো হয়। আজ তা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলে জানান জেলা প্রশাসক আবদুল জলিল।
জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘রাজশাহীতে সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার থেকে রাত ৮টার পর দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। ’
জানা গেছে, করোনা সংক্রমণে হার রাজশাহীতে ৬০ শতাংশ ছাড়িয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ জারি করেছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, দেশে ওমিক্রন শনাক্তের পর আগের সব রেকর্ড ভেঙে রাজশাহীতে এক দিনে সংক্রমিত হয়েছে ৭৪ দশমিক ৮৪ শতাংশ।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads