অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ঈশ্বরদীর দু’টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
২ জানুয়ারি (রবিবার) ঈশ্বরদীর নতুন হাট মোড়ে গ্রীণ থাই রেষ্টুরেন্ট ও ফেন্ডস সুপার শপে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনার সহকারী পরিচালক মোঃ জহুরুল ইসলাম।
এসময় গ্রীন থাই রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে ১৫ হাজার টাকা এবং ফ্রেন্ডস সুপার শপে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযোনে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সানোয়ার রহমান । এসময় ঈশ্বরদী থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।