ট্রাক-ট্রেন সংঘর্ষ রেল যোগাযোগ বন্ধ » Itihas24.com
ঈশ্বরদী২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ট্রাক-ট্রেন সংঘর্ষ রেল যোগাযোগ বন্ধ

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ৫, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের পার্বতীপুরে বালু বোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে মনমথপুর-চিরিরবন্দর আউটার সিগন্যাল সংলগ্ন যশাই মোড় রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ওই ট্রেনের কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মোকারম জানান, ভোর ৪টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেসের খালি গাড়ি নিয়ে দিনাজপুরে যাওয়ার পথে যশাই মোড় সংলগ্ন ৬নং রেলগেট পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। রেলগেট খোলা থাকায় বালু বোঝাই একটি ড্রাম ট্রাক রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় ট্রেন চলে আসায় সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রেনের চালক আব্দুর রশিদ সরকার গুরুতর আহত হন।
তিনি বলেন, ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনের সঙ্গে থাকা গার্ড ব্রেকটি (৫৩০৫) রেললাইন থেকে পাশে উল্টে যায়। এ ঘটনার পর থেকে দিনাজপুরের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads