কিশোরগঞ্জের ভৈরবে আতশবাজির বিকট শব্দে ভয় পেয়ে ঘরে রাখা গরম পানিতে পড়ে সারা শরীর ঝলসে যাওয়া দুই বছর বয়সী সেই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
শিশু ইউসুফ ভৈরব শহরের ভৈরবপুর মধ্যপাড়া এলাকার হৃদয় মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর স্থানীয় প্রাইমারি স্কুল সংলগ্ন একটি বাড়িতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে আতশবাজি (পটকা) ফোটানো হয়। আতশবাজির শব্দে ভয়ে ঘরে রাখা গরম পানির পাতিলে পড়ে যায় শিশু ইউসুফ। এতে তার সারা শরীর ঝলসে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার রাতে মারা যায় শিশু ইউসুফ।