ঐতিহ্যবাহী ঈশ্বরদী সরকারি মডেল সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপিকে সংবর্ধনা ও বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গনে এই উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের নেত্রী মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, সাবেক ভিপি ও কৃষক লীগের নেতা মুরাদ মালিথা, সহকারী অধ্যাপক শহিদুল হক শাহীন, শিক্ষক মীর হান্নানুর রহমান প্রমূখ।
সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সপ্তাহের উদ্বোধন শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।