ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে পাবনা-রাজশাহী মহাসড়কে নসিমনের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে সিএনজি চালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রীর নাম বাবলু হোসেন (২৫)। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন, ঈশ্বরদীর আমবাগান এলাকার ডলি খাতুন, আনোয়ারা খাতুন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহরম আলী ও শাহিন হোসেন।
আহতদের মধ্যে ২ জনকে গুরুত্বর আহত আবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদীর পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার জানান, পাবনা থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে দিকশাইল মোড়ে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার চালক ও একজন যাত্রী নিহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে নসিমন ও সিএনজি আটক করেছে।