ঈশ্বরদীর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন রেডসান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত আব্দুল আজিজ প্রধান ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডসান স্পোটিং ক্লাবের উপদেষ্টা ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান প্রধান।
বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও রেডসান স্পোর্টি ক্লাবের প্রধান উপদেষ্টা ইউসুফ আলী প্রধান, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সদস্য জুলহাস উদ্দিন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা ও রেডসান ক্লাবের উপদেষ্টা আবু সাঈদ লিটন, রেডসান ক্লাবের উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক।
রেডসান স্পোটিং ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম রাজুর সভাপতিত্বে ফাইনাল খেলায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন হিরোশিমা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি এহসানুল কবির শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আশরাফুজ্জামান শিপন, রেডসান স্পোটিং ক্লাবের সহ-সভাপতি শেখ মহসীন, আমির হামজা রাজু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক নিশাত জামান অমি, ক্রীড়া সম্পাদক বাপ্পি দেওয়ান, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফয়সাল হাসান তারেক, রেডসান ক্লাবের ক্রিকেট টিমের অধিনায়ক মমিন শিকদার, দীন মোহাম্মদ অর্ণব প্রমূখ। ফাইনাল
খেলায় মরহুম শাহাজাদা স্মৃতি সংঘ ৩-১ গোলের ব্যবধানে শেখ রাসেল স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দল মরহুম শাহাজাদা স্মৃতি সংঘের কর্ণধার আবু সাঈদ লিটন ও অধিনায়ক ইমরান খানের হাতে চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
সেরা খেলোয়াড় হন ইমরান খান। সেরা গোলদাতা মুন। খেলা রেফারীর দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর হোসেন। খেলার ধারাভাষ্য দেন আয়নুল হক। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।