ঈশ্বরদীতে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা » Itihas24.com
ঈশ্বরদী২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১২, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে অবৈধ ও লাইসেন্সবিহীন ভোজ্যতেলের কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারী) দুপুরে শহরের গোকুলনগর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট পি এম ইমরুল কায়েস এই অভিযান পরিচালনা করেন। এসময় এক লাখ টাকা জরিমানা ও কারখানা সীলগালা করা হয়েছে।

ইউএনও পি এম ইমরুল কায়েস জানান, ভেড়ামারার ইসলামপুর এলাকার জনৈক মাহমুদুল হক বাড়ি ভাড়া নিয়ে সরকারি আদেশ অমান্য করে ‘ডলফিন’ ব্র্যান্ড নামে সোয়াবিন ও সরিষার তেল বোতলজাত ও বাজারজাত করছিলেন। তাদের কোন বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০৯ সালের ভেজাল বিরোধী আইনের ৪২,৪৩ ও ৫০ ধারা অনুযায়ী এই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

পরে উপজেলা প্রশাসনের প্রেসকার আব্দুর রশীদ নির্দেশিত হয়ে ওই কারখানা সীলগালা করেছেন বলে জানা গেছে।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads