ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ফেন্সিলিসহ চানমিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার পাকশী লালন শাহ সেতু গোলচত্বরে যাত্রীবাহী বাস এসবি সুপার ডিলাক্সে অভিযান চালিয়ে সিটের নিচ থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ চানমিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চানমিয়া টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের আব্দুল বাছেদের ছেলে চানমিয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, মাদক ব্যবসায়ী চাঁনমিয়া কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহণে ২০ বোতল ফেন্সিডিল নিয়ে নিজ এলাকা টাঙ্গালের গোপালপুরে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁনমিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।