পাবনার স্কুলে এসি কিনতে টিকা ফি আদায় » Itihas24.com
ঈশ্বরদী২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

পাবনার স্কুলে এসি কিনতে টিকা ফি আদায়

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ১৭, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের ‘কোভিড টিকা দেওয়ার জন্য এয়ার কন্ডিশনার কেনা বাবদ’ ফি নিচ্ছে পাবনার ঢালারচর উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ।
তাছাড়া আরও পাঁচটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে এসি কেনা হয়েছে বলে বেড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন জানিয়েছেন।
অনেক অভিভাবক এতে ক্ষোভ প্রকাশ করেছেন।
ঢালারচর উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, সরকার সারাদেশে কোভিড টিকা দিচ্ছে বিনা মূল্যে। কিন্তু ঢালারচর উচ্চবিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ থেকে ১০০ টাকা করে ফি নিচ্ছেন।
কেউ ঘটনার প্রতিবাদ করলে শিক্ষকরা ভয় দেখিয়ে টাকা নিয়ে টিকা দেন না বলেও অভিযোগ।
তবে ঢালারচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ যুক্তি দেখিয়ে বলেন, তাদের বিদ্যালয়ে প্রায় এক হাজার একশ শিক্ষার্থী রয়েছে। টিকা নিতে হলে তাদের যেতে হবে কাশিনাথপুর বা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাতে প্রত্যেক শিক্ষার্থীর খরচ হবে কমপক্ষে ৩০০ টাকা। আর যাতায়াতের ঝক্কি তো আছেই।
“তাই বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় লোকজনের সঙ্গে পরামর্শ করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে।”
রোববার ৮৫৬ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রধান শিক্ষক বলেন, টিকা কার্যক্রম পরিচালনার জন্য এসি কেনা বাবদ এক লাখ ১২ হাজার টাকা খরচ হচ্ছে। এর মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করে এসি বসানো হয়েছে। বাকি টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করে পরিশোধ করা হবে।
বেড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন বিষয়টি অবগত রয়েছেন বলে জানান।
তিনি বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ টাকা আদায়ের বিষয়টি তাকে জানিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্যই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
“উপজেলার আরও পাঁচটি বিদ্যালয়ে এভাবেই এসি কেনা হয়েছে। তবে এই টাকা টিকার ফি বাবদ নয়।”
এই টাকা এসি কেনার চাঁদা বলে শিক্ষকরা দাবি করেন।
স্বাস্থ্য বিভাগ টিকা দেওয়া বাবদ কোনো প্রকার ফি নিচ্ছেন না বলে জানিয়েছেন বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাতেমাতুজ জান্নাত।
তিনি বলেন, ফাইজারের কোভিড টিকা এসি রুমে দেওয়ার নিয়ম রয়েছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ কেন টাকা নিচ্ছে তা তার জানা নেই।
পাবনার ডিসি বিশ্বাস রাসেল হোসেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

 

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads