ঈশ্বরদী স্টেশনে সন্তান প্রসব করলেন মা » Itihas24.com
ঈশ্বরদী১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদী স্টেশনে সন্তান প্রসব করলেন মা

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে পুলিশের সহযোগিতায় স্টেশনেই মেয়ে সন্তান প্রসব করলেন এক নারী। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঈশ্বরদী আরামবাড়ী বাজার এলাকার উজ্জল হোসেনের স্ত্রী সন্তানসম্ভবা কনিকা খাতুন (২০) স্বামীসহ বাবার বাড়ি রাজশাহীতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার আগেই সামান্য ব্যথা অনুভব করলে সতর্কতা স্বরূপ রিনা রানি কর্মকারকে সাথে করে বাবার বাড়িতে রওনা করেন। স্টেশন এলাকায় পৌঁছলেই তীব্র ব্যথা অনুভূত হয়। পরে রিনা রানি ঈশ্বরদী রেলওয়ে পুলিশের সহযোগিতায় একজন নারী কন্সটেবলের শাড়ি দিয়ে সন্তান প্রসবের উপযোগী পরিবেশ তৈরি করেন। সেখানেই ফুটফুটে মেয়ে সন্তান জন্ম দেন কনিকা।
প্রসূতি নারী কনিকা বলেন, ‘আমি প্রথমবার মা হলাম, আসলে বুঝতেই পারিনি আমার সময় হয়ে গেছে, আমার গণনায় ভুল ছিল। বাবার বাড়িতে গিয়ে প্রসব হবে সেটাই ভেবেছিলাম।’
এ বিষয়ে ঈশ্বরদী জি আর পি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আমার কাছে সংবাদ এলে আমি দু’জন নারী কনস্টেবল শান্তনা পারভিন ও মাহফুজা আক্তারকে সহযোগিতার জন্য পাঠাই, তারা সন্তান প্রসবের বিষয়টি জানালে আমি কোনো ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেই। ‘
এ বিষয়ে স্থানীয় আকলিমা ক্লিনিকের গাইনি বিষয়ক চিকিৎসক রাবেয়া বসরী রোজি জানান, প্রসূতি মা আমাদের এখানে আসার সাথে সাথে আমরা জরুরি ভিত্তিতে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। বর্তমানে মা-মেয়ে সুস্থ রয়েছেন

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads