এ বছরের রেকর্ড ভাঙলো একদিনে করোনায় মৃত্যু ১০, শনাক্ত ছাড়াল আট হাজার » Itihas24.com
ঈশ্বরদী১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

এ বছরের রেকর্ড ভাঙলো একদিনে করোনায় মৃত্যু ১০, শনাক্ত ছাড়াল আট হাজার

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২২ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১৬৪ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জনে। নমুনা পরীক্ষা হিসাবে শনাক্তের হার ২৩.৯৮ শতাংশ।
এর আগে সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত আরো ১০ জনের মৃত্যু হয়েছিল। তখন দেশে মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৮ হাজার ১৫৪ জনে। একই সময়ে ১ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষায় ৬ হাজার ৬৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তখন দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads