দেশে লাফিয়ে বাড়ছে করোনা, একদিনে ১৭ জনের মৃত্যু » Itihas24.com
ঈশ্বরদী২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

দেশে লাফিয়ে বাড়ছে করোনা, একদিনে ১৭ জনের মৃত্যু

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল এ সংখ্যা ছিল মাত্র ১২ জনে। আজকের ১৭ জনসহ করোনায় মোট মৃত্যু দাঁড়ালো ২৮ হাজার ২০৯ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৩১১টি নমুনা পরীক্ষার বিপরীতে ৯ হাজার ৬১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে করোনা শনাক্তের হার ২৮.০২ শতাংশ।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৫২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জনে।
এর আগে, শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। ঐ সময়ে ৪০ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষার বিপরীতে ১১ হাজার ৪৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। ওই বছরের শেষ দিকে সংক্রমণ ও মৃত্যু কিছুটা নিম্নমুখী হলেও ২০২১ সালের এপ্রিলের পর থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপক তাণ্ডব চালায়। তবে ২০২২ সালের শুরুতেই ওমিক্রন ভ্যারিয়েন্ট আবারও চোখ রাঙাতে শুরু করে। দ্রুত বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যু।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads