সিপিবি’র পাবনা জেলার একাদশ সম্মেলন অনুষ্ঠিত » Itihas24.com
ঈশ্বরদী২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

সিপিবি’র পাবনা জেলার একাদশ সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিপিবি’র পাবনা জেলার একাদশ সম্মেলন অনুষ্ঠিত সভাপতি কমরেড সন্তোষ রায় চৌধুরী, সাধারন সম্পাদক সালফি আল ফাত্তাহ নির্বাচিত ।
আহসান হাবিব বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাবনা জেলা কমিটির একাদশ জেলা সম্মেলন ২১ জানুয়ারি ২০২২ সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক ১ম সেশনে সভাপতিত্ব করেন। ২য় সেশনে সভাপতিত্ব করেনে সম্পাদকমন্ডলীর সদস্য এস এম মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড শামছুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রাকসুর সাবেক ভিপি কমরেড রাগিব আহসান মুন্না, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবিবের জেলার রিপোর্টের উপর আলোচনায় অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল জব্বার, কমরেড জুয়েল হোসেন সোহাগ, কমরেড খন্দকার আশফুজ্জামান, ডাঃ অলোক মজুমদার, কমরেড পান্না বিশ্বাস, কমরেড আব্দুল হাই, অধ্যাপিকা কমরেড মহাশোতা ঘোষ, কমরেড গোলজার হোসেন, কমরেড আলাউদ্দিন, কমরেড শাহিনুর রহমান শাহিন, কমরেড নূরুল ইসলাম, কমরেড শহিদুল ইসলাম প্রমুখ। নির্বাচনী সেশনে সভাপতিত্ব করেন কমরেড শওকত আলী। সম্মেলনে ১৪ সদস্য বিশিষ্ট পাবনা জেলা কমিটি গঠন করা হয়। সভাপতি কমরেড সন্তোষ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক কমরেড সালফি আল ফাত্তাহ ৫ সদস্য বিশিষ্ট পাবনা জেলার সম্পাদকমন্ডলী নির্বাচিত করা হয়। সম্পাদক মন্ডীর সদস্যরা হলেন ১ নং সন্তোষ রায় চৌধুরী, ২ নং সালফি আল ফাত্তাহ, ৩নং বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক, ৪ নং কমরেড আহসান হাবিব, ৫ নং কমরেড এস এম মিজানুর রহমান।সদস্য ১নং বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম, ২ নং কমেরড শওকত আলী, ৩ নং বীর মুক্তিযোদ্ধা কমেরড আব্দুল জব্বার, ৪ নং কমরেড পান্না বিশ^াস, ৫ নং কমেরড আছমা আলো, ৬ নং খন্দকার আশফুজ্জামান, ৭ নং অধ্যাপিকা কমরেড মহেশোতা ঘোষ। সম্মেলনে ৪২ জন প্রতিনিধির মধ্যে ২৭ জন উপস্থিত ছিল। দ্বাদশ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচন নির্বাচিত হন ১ নং কমরেড বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ২ নং কমরেড আহসান হাবিব, ৩ নং কমরেড সালফি আল ফাত্তাহ। কমরেড শামছুজ্জামান সেলিম বলেন, পাবনায় শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তুলতে হবে। দ্বী- দলীয় ধারার বাহিরে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। কমরেড রাগিব আহসান মুন্না বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এসময়ে চাল, ডাল, তেল সহ যাবতীয় পণ্যের এবং কৃষকের কৃষি উপকরণেন মূল্য বৃদ্ধি করা হয়েছে। কৃষক বর্তমানে ভূমিহীন হয়ে পড়েছে। প্রকৃত কৃষকদের মধ্যে ভর্তুকী দিতে হবে। আগামী ১০,১১,১২,১৩ ই ফেব্রুয়ারি ঢাকায় দ্বাদশ কংগ্রেস সফল করার জন্য কমরেডদের প্রতি আহবান জানান।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads