ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঢাকাসোমবার , ২৪ জানুয়ারি ২০২২

ঈশ্বরদীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ঘন কুয়াশা দেখা মেলেনি সূর্যে

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ২৪, ২০২২ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

রোববার সকাল থেকেই কুয়াশায়, তার ওপর থেকে থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ভোগান্তিতে পড়েন কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ।
ঈশ্বরদীতে গত শনিবার সকাল থেকেই চলছিল কুয়াশার সঙ্গে সূর্যের লুকোচুরি। ১২টার পর সূর্য পুরোপুরি চলে যায় ঘন কুয়াশা আর মেঘের আড়ালে।
আজ রোববারও ছিল একই অবস্থা। এরপর শুরু হয় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে মানুষকে। সঙ্গে কনকনে হিমেল হাওয়া দুর্ভোগ আরও বাড়িয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। দিনমজুর আশরাফ হোসেন বলেন, ‘সকালে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্তু আজ মহাজনেরা আসেননি। কাজ না পেয়ে আমার মতো আরও ৩০-৪০ জন ফিরে গেছেন।’
ফেরি করে রেলগেট এলাকায় সবজি বিক্রি করছিলেন নেয়ামতউল্লাহ। তিনি বলেন, ‘সকালে কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না। বেলা বাড়লেও কুয়াশা পুরোপুরি কাটেনি। এমন পরিস্থিতে বিক্রি কমে গেছে।’
রিকশাচালক আব্দুল মজিদ বলেন, ‘এমনিতেই কুয়াশা পড়ছে। তার ওপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় মানুষজন খুব একটা বের হননি। ভাড়া পাওয়ার জন্য বৃষ্টিতে ভিজেই রাস্তায় থাকতে হচ্ছে।’
ঈশ্বরদী আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষক নাজমুল হক জানান, রোববার ভোর ৬টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সোমবারও উপজেলায় বিরূপ আবহাওয়া থাকতে পারে।
তিনি আরও বলেন, দু-এক দিনের মধ্যে মেঘ কেটে যাবে। সেই সঙ্গে কুয়াশা পরিস্থিতিরও উন্নতি হবে। এর ফলে বাড়বে শীতের প্রকোপ। এ সময়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

 

error: Please Stop!!You can not copy this content becuase this site content is under protection. Thank You Itihas24 Developer Team