ঈশ্বরদীতে একদিনে ৩৭ জনের করোনা সনাক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন র্যাপিড টেষ্টে ৫০.৫০% শতাংশ মানুষের শরীরে করোনা উপস্থিতি নির্নয় করা হয়েছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান জানান, মঙ্গলবার ঈশ্বরদী উপজেলা ২৫০ শয্যা বিশিষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন র্যাপিড টেষ্ট করান ৭৩ জন, তাদের মধ্যে ৩৭ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। তিনি আরও বলেন আক্রান্তের হার দ্রুত গতিতে বাড়লেও কারো মধ্যে সচেতনতা দেখা যাচ্ছেনা । আশংকাজনক পরিস্থিতিতে কেউ কোন স্বাস্থ্যবিধি মানছেনা।
আজ মঙ্গলবার টেষ্টের অনুপাতে করোনা শনাক্তের হার ৫০.৫০% হয়েছে