রান্না করতে গিয়ে চুলার আগুনে নারীর মৃত্যু » Itihas24.com
ঈশ্বরদী২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

রান্না করতে গিয়ে চুলার আগুনে নারীর মৃত্যু

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ২৮, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

রান্না করতে গিয়ে চুলার আগুনে অগ্নিদগ্ধ হয়ে শেফালী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৭টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেফালী বেগম পিরোজপুরের স্বরুপকাঠী এলাকার উত্তর উরিবুনিয়া এলাকার মো. সাহেব আলীর স্ত্রী।
নিহতের ননদ কাজল বেগম জানান, ১৩ দিন আগে ফজরের নামাজের পর রান্না ঘরে যান শেফালী বেগম। ভাত রান্না করার সময় চুলার পাশেই ছিলেন তিনি। সেসময়ে অসাবধানতাবসত শেফালী বেগমের পরনের কাপড়ে আগুন লেগে যায়। এতে তার শরীরের নিচের অংশ দগ্ধ হয়। তার চিৎকারে বাড়ির লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, শেফালী বেগমের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে রাখা হয়েছে। শুক্রবার আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।রান্না করতে গিয়ে চুলার আগুনে নারীর মৃত্যু
রান্না করতে গিয়ে চুলার আগুনে অগ্নিদগ্ধ হয়ে শেফালী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৭টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেফালী বেগম পিরোজপুরের স্বরুপকাঠী এলাকার উত্তর উরিবুনিয়া এলাকার মো. সাহেব আলীর স্ত্রী।
নিহতের ননদ কাজল বেগম জানান, ১৩ দিন আগে ফজরের নামাজের পর রান্না ঘরে যান শেফালী বেগম। ভাত রান্না করার সময় চুলার পাশেই ছিলেন তিনি। সেসময়ে অসাবধানতাবসত শেফালী বেগমের পরনের কাপড়ে আগুন লেগে যায়। এতে তার শরীরের নিচের অংশ দগ্ধ হয়। তার চিৎকারে বাড়ির লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, শেফালী বেগমের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে রাখা হয়েছে। শুক্রবার আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads