চলন্ত ট্রেনে উঠতে গিয়ে সাবেক ইউপি সদস্য নিহত - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীসোমবার, ২১ মার্চ ২০২২


চলন্ত ট্রেনে উঠতে গিয়ে সাবেক ইউপি সদস্য নিহত

বিশেষ প্রতিবেদক
মার্চ ২১, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে ট্রেনের নিচে পড়ে জয়নব বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন । সোমবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে পোড়াদহ রেলওয়ে জংশনে এক নম্বর প্লাটফর্ম থেকে ধীরে ধীরে চলতে থাকা খুলনা থেকে রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয় ।
পোড়াদহ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জয়নব বেগম পাশ্ববর্তী সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের মাগুরা এলাকার আহাম্মদ আলীর স্ত্রী।
নিহতের ছেলে মিলন বলেন, আমরা রাজশাহী যাওয়ার জন্য পোড়াদহ রেলওয়ে জংশনে আসি। ধীরে ধীরে চলতে থাকা ট্রেনের নিচে পড়ে আমার মা সাতটি পাক খায়।
পোড়াদহ রেলওয়ে থানার ওসি মনজের আলী বলেন, ঘটনাটি জনসম্মুক্ষে ঘটে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় আমরা তাদের নিকট লাশ হস্তান্তর করেছি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, যার নাম্বার ৫।