পাবনায় টিকা নিতে গিয়ে ছুরিকাহত কলেজছাত্র » Itihas24.com
ঈশ্বরদী৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

পাবনায় টিকা নিতে গিয়ে ছুরিকাহত কলেজছাত্র

বিশেষ প্রতিবেদক
মার্চ ২৯, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

পাবনায় টিকা কেন্দ্রে বখাটেদের হামলায় রানা হোসেন নামে এক কলেজছাত্র আহত হয়েছে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রানা উপজেলার চরতারাপুর গ্রামের খলিল মোল্লার ছেলে। সে হেমায়েতপুরে একটি বেসরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথমবর্ষের ছাত্র।

পুলিশ জানায়, সকালে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের সিফাতুল্লাহ বিশ্বাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছিল। এ সময় টিকা নিতে আসা রানার সঙ্গে কয়েকজন কিশোরের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই কিশোররা। এ ঘটনার পর বেশ কিছু সময় টিকা কার্যক্রম বন্ধ ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিকার জন্য লাইনে দাঁড়ানো নিয়ে কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads