চাটমোহরে গ্রামীণ নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে উঠান বৈঠক অনুষ্ঠিত » Itihas24.com
ঈশ্বরদী২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

চাটমোহরে গ্রামীণ নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে উঠান বৈঠক অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক
মার্চ ৩১, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পাবনার চাটমোহরে সুবিধা বঞ্চিত অনগ্রসর গ্রামীণ নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে তাদেরকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১ টায় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার দাসপাড়ায় ৫০জন নারীকে নিয়ে সচেতনতামূলক এ বৈঠক অনুষ্ঠিত হয়।

’শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ এই শ্লোগানে স্বাধীণতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণ শীর্ষক গ্রামীণ নারীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিতরহয়। বৈঠকে গ্রামীণ নারীদের স্বাস্থ্য সমস্যা, বাল্য বিবাহ, নারীর বিরুদ্ধে সহিংশতা, চাকুরী সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা, ডিজিটাল নানা সেবা দিয়ে সচেতনতা সৃষ্টি ও সমাজে পিছিয়ে পড়া নারীদের স্বনির্ভর করতে সহায়তা প্রদানের নানা তথ্যবহুল আলোচনা হয়। আর এ সমস্ত কাজে প্রতিনিয়ত সাহায্য সহযোগীতা করে আসছেন উপজেলার ’তথ্য আপা’।

উক্ত উঠান বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী এসএম মোজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা মোছা. রীতা খাতুন প্রমুখ।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads