ইট ভাটায় কাজ করার সময় অসাবধানতাবশত ভাটার আগুনের মধ্যে পড়ে শরীরের ঝলসে যায় শিমুলের (২২)। পরে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শিমুল ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বাগদুল গ্রামের একটি ইটভাটায় ফায়ারম্যানের চাকরি করতেন শিমুল। ৫ এপ্রিল সন্ধ্যায় ভাটায় কাজ করার সময় ভাটার চুল্লিতে পড়ে গিয়ে অগ্নিদগ্ধ হয় শিমুল। প্রথমে তাঁকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবণতি হলে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০টায় শিমুল মারা যায়।
শিমুলের বাবা আলাউদ্দিন জানান, ভাটার আগুনে শিমুলের শরীরের ৯০% পুড়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এব্যাপারে কোন মামলা দায়ের করা হয়নি।
বিজ্ঞাপন