ঈশ্বরদী স্টেশন রোডের রেলওয়ে মালগুদাম সংলগ্ন বাপ্পি পান স্টোরের স্বত্বাধিকারী বাপ্পি কুমার পাল (৫১) গতকাল সোমবার সকাল ৯টায় নিখোঁজ হয়। এ ঘটনায় বাপ্পি পালের বড় ভাই বেনু কুমার পাল ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বেনু কুমার পাল জানান, সোমবার সকাল ৯টায় শহরের স্কুলপাড়া নিজ বাড়ি থেকে রেলওয়ে মালগুদাম সংলগ্ন বাপ্পি পাল তাঁর নিজের দোকান বাপ্পি পান স্টোরে এসে দোকান খুলে কর্মচারী সাব্বিরকে বসিয়ে দিয়ে বের হয়ে যায়। বিকাল ৪টা পর্যন্ত বাপ্পি ফিরে না আসায় তাঁর মোবাইলে বারবার ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়। এরপর নিকটাত্মীয়দের বাড়িতে খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আজ বুধবার বিকাল পর্যন্তও তাঁর কোন সন্ধান মেলেনি। এ ঘটনায় বাপ্পির পরিবারের সদস্যরা দুঃচিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন।
বিজ্ঞাপন