ঈশ্বরদীতে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু » Itihas24.com
ঈশ্বরদী৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৮, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে পুকুরে ডুবে সিয়াম হোসেন (৯) নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মানিকনগর গ্রামে নুরুন্নাহারের খামারের পুকুরে এ ঘটনা ঘটে।

সিয়াম হোসেন মানিকনগর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং মানিকনগর সরদারপাড়ার জুয়েল মাহমুদের ছেলে। তার দুই বন্ধু আশিক (১২) ও আকাশকে (১২) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. আক্তারুল জানান, সিয়াম শুক্রবার বেলা ১১টার দিকে তার তিন বন্ধুর সঙ্গে মানিকনগর গ্রামের খামারি নুরুন্নাহার বেগমের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় সিয়ামসহ তিনজন পুকুরে নামে এবং এক বন্ধু পুকুরপাড়ে বসে ছিল। কিন্তু সাঁতার না জানায় ওই তিনজনই পুকুরের পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে পুকুরপাড়ে থাকা ওই বন্ধু উদ্ধারের জন্য চিৎকার দেয়। চিৎকার শুনে স্থানীয়রা এসে তিনজনকে উদ্ধার করে। এর মধ্যে সিয়াম অজ্ঞান ছিল ও বাকি দুজন অসুস্থ হয়ে পড়ে। উদ্ধারের পরপরই এদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads