ঈশ্বরদীর রূপপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ » Itihas24.com
ঈশ্বরদী১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীর রূপপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যু প্রকল্প ঘিরে গড়ে উঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ অভিযানে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস জানান, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেপিআইভূক্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সম্মুখভাগের খালি জায়গায় কতিপয় ব্যক্তি অবৈধভাবে দখল করে দোকান ও অন্যান্য স্থাপনা পরিচালনা করে আসছিলেন। এতে প্রকল্পের নিরাপত্তা বিঘ্নের পাশাপাশি কর্মরত বিদেশী নাগরিক ও শ্রমিকদের নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। এর আগে কয়েকদফা স্থাপনা সরানোর জন্য বলা হলেও তা কার্যকর না করায় অভিযান পরিচালনা করে উচ্ছেদ হলো।
এসময় সহকারী কমিশনার (ভূমি ) টি এম রাহসিন কবীরসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads