রূপপুর এনপিপিঃ ইউনিট-১ এর টার্বাইন হলে স্থাপিত হলো জেনারেটর স্টেটার » Itihas24.com
ঈশ্বরদী২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

রূপপুর এনপিপিঃ ইউনিট-১ এর টার্বাইন হলে স্থাপিত হলো জেনারেটর স্টেটার

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের টার্বাইন হলে ৫ এপ্রিল, ২০২২ নকশা অনুযায়ী নির্দিষ্ট স্থানে সফলভাবে জেনারেটর স্টেটারের স্থাপন সম্পন্ন হয়েছে। টার্বাইন হলের বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে জেনারেটর স্টেটার অন্যতম, যার কাজ হলো টার্বাইন থেকে প্রাপ্ত যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তর করা।

প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এটমোস্ত্রয়েক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মান প্রকল্পের পরিচালক আলেক্সেই ডেইরী এ প্রসঙ্গে জানান, “বিদ্যুৎকেন্দ্রের সকল যন্ত্রপাতির মধ্যে জেনারেটর স্টেটার সবচেয়ে ভারী এবং যার ওজন ৪৪০টনের অধিক। ডিজাইন অবস্থানে এর স্থাপনের কাজ সম্পন্ন হবার পর এখন টার্বাইন হলে মূল যন্ত্রপাতি স্থাপনের প্রক্রিয়া পুরোদমে চলতে থাকবে”।

উল্লেখ্য, টার্বাইন জেনারেটর (ঞতঠ-১২০০০-২) ডিজাইন ও তৈরী করেছে ‘পাওয়ার মেশিন্স’। এজাতীয় টার্বাইন জেনারেটরের অতিরিক্ত কিছু সুবিধা রয়েছে যার মধ্যে অগ্নি নিরাপত্তা, অধিকতর নির্ভরযোগ্যতা, উচ্চ ওভারলোড বহন ক্ষমতা অন্যতম।

রূপপুর প্রকল্পে স্থাপিত হচ্ছে দু’টি ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর যার মোট উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০ মেগা-ওয়াট। রুশ এই রিয়্যাক্টর মডেলটি সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। প্রকল্পের জেনারেল কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads