ষড়যন্ত্র-চক্রান্ত চলছে, ছাত্রলীগকে সজাগ থাকতে হবে : পানিসম্পদ উপমন্ত্রী » Itihas24.com
ঈশ্বরদী২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ষড়যন্ত্র-চক্রান্ত চলছে, ছাত্রলীগকে সজাগ থাকতে হবে : পানিসম্পদ উপমন্ত্রী

এনামুল হক শামীম
এপ্রিল ১৬, ২০২২ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ছাত্রলীগের উদ্দেশে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। এ ব্যাপারে ছাত্রলীগকে অতীতের মতোই সজাগ ও সতর্ক থাকতে হবে। কারণ, ছাত্রলীগ হচ্ছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যানগার্ড। কাজেই অতন্দ প্রহরীর মতো সজাগ থাকতে হবে।’

আজ শুক্রবার বিকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে ছাত্রলীগের এক সমাবেশে সংসদ ভবনের বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম বলেন, ‘এখনো দেশবিরোধীরা নানান ষড়যন্ত্রে লিপ্ত। অতীতের মতো ছাত্রলীগকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ, বাংলাদেশের ইতিহাস মানেই ছাত্রলীগের ইতিহাস। তাই ছাত্রলীগের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমান-খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। আর দেশরত্ন শেখ হাসিনা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বইখাতা তুলে দিয়েছিলেন। দেশের সকল দুর্যোগে ছাত্রলীগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রলীগ সবসময় প্রগতি ও উন্নয়নের জন্য অতীতের মতো কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।’

নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক স্বপন দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মীরমালত, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর, নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ইমরান খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম আকাশ, শিমুল হাওলাদার, সদস্য নয়ন সিকদার, নুর এ আলম, আতিকুর রহমান নকিব প্রমুখ। পরে আগতদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads