ত্বকের যত্নে মসুর ডালের ৪ প্যাক - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীসোমবার, ৯ মে ২০২২


ত্বকের যত্নে মসুর ডালের ৪ প্যাক

বিশেষ প্রতিবেদক
মে ৯, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ত্বকের মরা চামড়া দূর করতে
মসুর ডাল বাটার সঙ্গে পরিমাণ মতো তরল দুধ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি ঘষে ঘষে ত্বকে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন পানি দিয়ে। ত্বকের মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর হবে।

শুষ্ক ত্বকের যত্নে 
মসুর ডাল বাটার সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও নরম।

রোদে পোড়া দাগ দূর করতে
৩ টেবিল চামচ মসুর ডাল পেস্টের সঙ্গে বেসন ও টক দই মিশিয়ে নিন। এক চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।

ত্বকের কালচে দাগ দূর করতে 
মসুর ডাল পেস্টের সঙ্গে পরিমাণ মতো পানি বা শসার রস মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে ঝকঝকে ও উজ্জ্বল।