ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা, নির্বিঘ্নে গন্তব্যে যাচ্ছে মানুষ » Itihas24.com
ঈশ্বরদী২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা, নির্বিঘ্নে গন্তব্যে যাচ্ছে মানুষ

বিশেষ প্রতিবেদক
মে ২, ২০২২ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

গত সব ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চরম ভোগা‌ন্তি পোহা‌তে হ‌য়ে‌ছে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণবঙ্গগামী মানুষজন‌কে। এ বছর ঈদযাত্রায় ছু‌টির প্রথম তিন-চার‌ দিন মহাসড়‌কে বাড়‌তি চাপ ছিল। ত‌বে তেমন ভোগা‌ন্তি পোহা‌তে হয়‌নি প‌রিবহনচালক ও যাত্রী‌দের।

আজও মহাসড়কের পরিস্থিতি আরও ভালো। কোথাও কোনো যানজট নেই। মহাসড়ক ফাঁকা র‌য়ে‌ছে। দূরপাল্লার গাড়িগুলো শাঁ শাঁ করে চলে যাত্রী নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে। সোমবার (২ মে) ভোর থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়‌কের এমনই।

এদিকে গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌ দিয়ে ৩৪ হাজার ১৩৭টি প‌রিবহ‌ন পারাপার হয়েছে। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৫৯ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা।

জানা যায়, ঈদযাত্রায় কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ ছিল। তবে সোমবার সড়কে গাড়ির কোনো চাপ নেই। স্বাভাবিক সময়ের মতোই গাড়ি চলাচল করছে। ফলে স্বস্তিতে মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছে।

এবার ঈদুল ফিতর‌কে কেন্দ্র ক‌রে পুলিশ প্রশাসন ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের যানজট নিরসনে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়নি।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, মহাসড়কে গাড়ির চাপ নেই। স্বাভাবিক সময়ের চেয়ে কম যানবাহন চলাচল করছে। এবার ঈদযাত্রায় মানুষ স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পেরেছে।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads