পাবনায় পুনাকের উদ্যোগে শিল্প ও পণ্য মেলার উদ্ধোধন » Itihas24.com
ঈশ্বরদী২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

পাবনায় পুনাকের উদ্যোগে শিল্প ও পণ্য মেলার উদ্ধোধন

বিশেষ প্রতিবেদক
মে ১৬, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

পাবনায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্ধোধন করা হয়েছে।

সোমবার (১৬ মে) বিকেলে পাবনা জেলা পুলিশ লাইনস মাঠের প্রবেশ ফটকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্ধোধন করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন। পরে মেলার মাঠে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।

জেলা পুলিশ কল্যাণ সমিতির সভাপতি শাহরিনা জাহানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিআইডি পুলিশ সুপার ফজলে এলাহী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল আলা মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা অইনজীবী সমিতির সভাপতি মাসুদ খন্দকার, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।

jagonews24

জেলায় প্রথমবারের মতো এই মেলার আয়োজন করেছে পুনাক। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার গেট খোলা থাকবে। মেলায় খাদ্য, বস্ত্র, হস্তশিল্প, কুটির শিল্প, ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যাবে।

মেলায় আসা দর্শনার্থীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে।

মেলার সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি পাবনা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads