ঈশ্বরদী উপজেলা আইন -শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) টি এম তাহসীন কবীর, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, মুলাডুলির ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, সাঁড়ার ইমদাদুল হক রানা সরদার, দাশুড়িয়ার বকুল সরদার, রূপপুর পারমাণবিকের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক সানোয়ার হোসেন প্রমূখ।
বিজ্ঞাপন