মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ঈশ্বরদীতে নানা আয়োজনে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৭টায় ঈশ্বরদী আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, সহ-সভাপতি আকরাম আলী খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাম খান, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জালাল উদ্দিন তুহিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ আলী মালিথা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, মহিলা আ’লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন, পারভীন আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজিব মালিথা, উপজেলা যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, যুবলীগ নেতা আমজাদ হোসেন অবুজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, সাধারণ সম্পাদক খন্দকার আরমান প্রমূখ।
আজ বিকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সন্ধ্যায় কেক কাটার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৪৯ সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।
বিজ্ঞাপন