ঈশ্বরদীতে ৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা » Itihas24.com
ঈশ্বরদী১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২২ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী পৌরসভার সাড়ে ৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ জুন) বিকেলে পৌর মিলনায়তনে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে মোট আয় ৮৫ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার ৪৯৭ টাকা এবং মোট ব্যয় ৮৪ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকা ধরা হয়েছে। ১ কোটি ১৬ লাখ ৮ হাজার ৪৯৭ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

প্রস্তাবিত বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন পৌর মেয়র ইছাহক আলী মালিথা। বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা তাইবুর রহমান। সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম।

বাজেট আলোচনায় অংশ গ্রহন করেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরন, সাবেক সভাপতি এস এম রাজা, সিনিয়র সাংবাদিক এম এ কাদের, সাংবাদিক সেলিম সরদার, আক্তারুজ্জামান মিরু, দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার সাব এডিটর মিশন।
বাজেট সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল আলম বিশ্বাসসহ সাংবাদিক, কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads