ঈশ্বরদীর ইউএনও শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হলেন » Itihas24.com
ঈশ্বরদী১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর ইউএনও শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হলেন

নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২২ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন । ২০২১-২২ অর্থবছরে শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় শুদ্ধাচার পুরস্কারের জন্য পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইউএনও-কে নির্বাচন করেছে।

শুদ্ধাচার পুরস্কারের প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ এর আলোকে পাবনা জেলায় উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্য হতে ৪র্থ থেকে ৯ম গ্রেডের একজন কর্মকর্তা হিসেবে ইউএনও পি এম ইমরুল কায়েস ৬ষ্ঠ গ্রেডের কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন। পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন কর্তৃক ৩০২ নং স্মারকে প্রেরীত এক পত্রে এই তথ্য জানা গেছে।

ইউএনও ইমরুল কায়েস তাঁর প্রতিক্রিয়ায় জানান, শুদ্ধাচার পুরস্কার অর্জন কাজের প্রতি আমাকে আরো বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। এ অর্জন আমাকে আরো বেশি দায়িত্বশীলতা করে তুলবে। সরকারি কাজের পাশাপাশি জনগণের সেবামূলক কাজ যেন দায়িত্বশীলতার সঙ্গে পালন করে যেতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads